করোনা মহামারিতেও রক্তযোদ্ধারা রক্তদানে পিছিয়ে নেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা মহামারিতেও রক্তযোদ্ধারা রক্তদানে পিছিয়ে নেই

Link Copied!

 

আক্তার হোসাইন, মাধবপুর : রক্তদানে পিছিয়ে নেই মাধবপুর ব্লাড ডোনেট সোসাইটি। মানবতার সেবায় উজ্জীবিত হয়ে একটি অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন ব্লাড সোসাইটি দীর্ঘদিন যাবৎ উপজেলা তথা জেলার বিভিন্ন স্থানের সরকারি বেসরকারী হাসপাতালের বিভিন্ন রোগীদের যেকোন গ্রুপের রক্ত দিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে ব্লাড ডোনেট সোসাইটি।

গত ২২ জুলাই মা-মনি হাসপাতালে একজন সিজারের রোগীকে রক্তদান করেন উক্ত সংগঠনের সদস্য মোঃ আব্দুর রউফ।

 

ছবি: সিজারের রোগীকে রক্তদান করেন মোঃ আব্দুর রউফ

 

তিনি “দৈনিক আমার হবিগঞ্জ”কে জানান, মানবতার কল্যাণে নিয়োজিত এই সংগঠনের প্রতিটি সদস্য বিভিন্ন মূমর্ষূ রোগীকে ফ্রি রক্ত দিয়ে থাকি। সংগঠনটি ২০১৭ সাল থেকে হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে আসছে। সেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্পইনসহ বিভিন্ন মানবতামূলক কাজ করে মানবতার দেয়াল হিসাবে জনপ্রিয় হচ্ছে সংগঠনটি।