তারেক হাবিব, সদর প্রতিনিধি॥ ‘নিজে সংক্রমিত হব না’, ‘অপরকে সংক্রমিত করব না’ ‘ঘরে থাকব, সুস্থ্য থাকব’ স্লোগান নিয়ে বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস নিয়ে লক ডাউনের ২য় দিনে হবিগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী।
হবিগঞ্জের জেলা প্রশাসনকে সাথে নিয়ে ২৭ মার্চ শুক্রবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে হবিগঞ্জের বিভিন্ন গুরুত্ব পূর্ণ পয়েন্টে টহল দিক নির্দেশনা মূলক বক্তব্য নিয়ে টহল দেয়।

ছবিঃ হবিগঞ্জ শহরে সেনা টহল, ফটোগ্রাফার-তারেক হাবিব।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল জানান, জনগনকে সচেতন করতে জেলা ও উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় মাঠে নেমেছে সেনা বাহিনী। সচেতনতা বাড়াতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।