করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ জেলা প্রশাসকের অনুদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 March 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাস প্রতিরোধে হবিগঞ্জ জেলা প্রশাসকের অনুদান

Link Copied!

তারেক হাবিব, সদর প্রতিনিধি॥ প্রাণঘাতী করেনা ভাইরাসে বিশ্বব্যাপী চলমান পরিস্থিতিতে সবার বাড়িতে অবস্থান করার জন্য ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সাহায্য বিতরণ করেছে হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম।

ছবিঃ হবিগঞ্জ জেলা প্রশাসকের অনুদান প্রদান।

২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজের সামনে রিক্সা চালক ও ছিন্নমূল মানুষের মাঝে এ সাহায্য বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসক জানান, দেশ ব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধ করতে সবাইকে নিজ নিজ ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে।

এই অবস্থায় খেটে খাওয়া মানুষের মাঝে এ সাহায্য বিতরণ করা হয়েছে।