তারেক হাবিব ॥ ‘ঘরে থাকব সুস্থ থাকব’ স্লোগান নিয়ে হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ স্থানে সচেতনতা মূলক টহল দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। ২৮ মার্চ শনিবার রাত ৯ টায় হবিগঞ্জ র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম এর নেতৃত্বে অর্ধ-শতাধিক র্যাব সদস্য এ টহল দেয়। এ সময় সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এ সচেতনতা মূলক টহল দেয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।