খায়রুল ইসলাম সাব্বির || করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোচ্চার হবিগঞ্জ জেলা প্রশাসন, প্রতিদিন মাঠে কাজ করছেন সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এরই ধারাবাহিকতায় জনগণকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধকরণ ও সচেতন করতে শায়েস্তাগঞ্জ এবং নবীগঞ্জ উপজেলায় পরিচালনা করা হয় বিশেষ দুটি অভিযান।
শনিবার (৩ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসাইনের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ উপজেলায় ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিনের নেতৃত্ব নবীগঞ্জ উপজেলা এই অভিযান গুলো পরিচালনা করা হয়।
এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা অভিযান পরিচালনা করে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় “সংক্রমণ রোগ (প্রতিরোধ , নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪(২) ধারা অনুসারে ১১টি মামলায় ১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ দিকে বিকাল ৪টায় নবীগঞ্জ পৌরসভার মধ্যবাজার এলাকায় স্বাস্থ্যবিধি ও বাজার মনিটরিং এর উপর একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পৌরসভার সকাল ব্যবসায়ীদের কে মৌখিক ভাবে সতর্ক করা হয়।
দুই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার সময় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।