করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Link Copied!

 

এআর আশফাক, আজমিরীগঞ্জ : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে না চলায় আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুর ১.৩০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয়।

এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ অমান্য ও মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে ৯’টি প্রতিষ্ঠানকে মোট ১৪,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ছবি: ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ইউএনও জনাব মোঃ মতিউর রহমান খান

 

অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করায় তৈয়ব আলী (৬৫) ১০০০ টাকা, এমএসএ সুমন (৪০) ৫০০’টাকা, রনি মোদক (২৮) ২০০০’টাকা, শ্যামাদাস পাল, (৫৮) ১০০০’টাকা, সোহেল মিয়া (৩০) ২০০০’টাকা, প্রদীপ কুমার (৪০) ২০০০’টাকা, নিখিল চন্দ্র (৬০) ২০০০,টাকা, মলয় রায় (৪৫) ৩০০০’টাকা, খোকন দেব (৩৫) ১০০০’টাকা, সর্বমোট ১৪,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

এসময় আই বিদ্যুত এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।