বিশেষ সম্পাদকীয়ঃ জনৈক এক এমপি’র ছবিগুলো আমাকে ইনবক্সে দিয়েছে আমার এক ফলোয়ার। আর বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন বন্ধু এই অবিবেচিত সমাবেশ নিয়ে যা লিখছেন সেগু্লো হলো নিম্নরূপ!
গ্লাভস, মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণের নামে যে জন সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে বিশাল ক্ষতির সম্ভাবনা আমি দেখতেছি। হয়তো অনেকে ভুল বুঝবে আমার কথায়; কিন্তু ভাইরাস তো মানবতা বুঝে না। তার দরকার নিজের ভেতর প্রাণ তৈরীর জন্য প্রাণের খোঁজে অস্থির আচরণ করা।
মানবিকতা দেখাতে গেলেও যথাযথ সুরক্ষা নিয়ে দেখাতে হবে। ঝাঁপিয়ে ধরে আলিঙ্গন করার সময় নয় এখন।
আমাদের দেশে এখন এই করোনা পরিস্থিতিতে মানবতা বিতরণ, মানবতার চেয়ে রাজনৈতিকই বেশি।
এর মধ্যে যদি একজনের কোন সংক্রমণ থেকে তাকে তাহলে এর ফলাফল কি হতে পারে ভেবে দেখুন!
আমি ব্যক্তিগতভাবে কোন গ্লাভস, মাস্ক, ত্রাণ সামগ্রী, জীবানুনাশক স্প্রে ছিটানো নামক কাজগুলো থেকে বিরত আছি। আমি ফোকাস দিচ্ছি অনলাইনের মাধ্যমে সচেতনতা তৈরী করা, সেটা সত্য সংবাদ পরিবেশনার মাধ্যমে, সেটা গুজবকে গুজব বলে প্রচারিত করার মাধ্যমে, সেটা ভুলভাবে মানবতা বিক্রির আচরণ করাকে ভুল বলার মাধ্যমে!
এতে আমাকে কেউ অমানবিক যদি বলেন, তাহলে আমি সেটাই হয়তো।
/
প্রকাশক ও সম্পাদক
সুশান্ত দাস গুপ্ত
দৈনিক আমার হবিগঞ্জ।