দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বাজার,ইনাতগঞ্জ,কাজিগঞ্জ বাজার,আউশকান্দী,সৈয়দপুর, বাজার সহ বেশ কয়েকটি বাজার পরিদর্শন করে দেখা গেছে বিভিন্ন স্থানের এইসব বাজারে মানুষের অবাধ চলাফেরা মানা হচ্ছে না শারীরিক দুরত্ব । কবে এইসব মানুষের মধ্যে সচেতনতা আসবে। ছবিগুলো নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে তুলা হয়েছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ ও কোভিড১৯ ভাইরাস মোকাবিলায় নাজেহাল অবস্থায় রয়েছে বাংলাদেশ। ঈদের পর থেকে লকডাউন তুলে দিলেও, নিত্যপ্রয়োজনীয় দোকানপাট,কাঁচাবাজার,মাছবাজার,
যেখানে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার বলা হচ্ছে, কিন্তু বাস্তবের চিত্র তার সম্পূর্ন উল্টো। অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। বাজারের ব্যবসায়ীরা শারীরিক দুরত্ব না মেনে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সামান্য সচেতনতা বলতে কিছুই নেই তাদের মাঝে। অথচ এই দোকানগুলোতে প্রশাসনের লোক এসে টহল দিয়ে বুঝিয়ে গেছে, জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, সেখানে প্রশাসন চলে যাওয়ার পরে ঠিক আগের মতোই অবাধে ব্যবসা ও চলাফেরা করছেন তারা। মনে হচ্ছে যেন কিছুই হয়নি এখানে। আর করোনা বলতে যেন কিছুই নেই এই দেশে।
এসব দেখে সচেতন মহল পড়েছেন দুশ্চিন্তায়। কারণ এভাবে অসচেতন ভাবে চলতে থাকলে করোনার ঝুঁকির পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করেন তারা। প্রতিনিয়ত প্রশাসন কে বৃদ্ধাংগুলী দেখিয়ে এইসব অসচেতন ব্যবসায়ী দোকানপাট খোলা রাখছেন। তাই সচেতন মহলের মনে করেন, প্রশাসনের পাশাপাশি প্রত্যেক মানুষকে যদি এই করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা পালন না করে তাহলে এর ফল হবে ভয়ানক। এরকম চলতে থাকলে হয়তো আগামী দিনে লাশের মিছিল দেখতে হতে পারে বলে মনে করেন তারা।