করোনা কালেও থেমে নেই ইলিয়াস একাডেমির শিক্ষক রুপম দাশের পাঠদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 19 August 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনা কালেও থেমে নেই ইলিয়াস একাডেমির শিক্ষক রুপম দাশের পাঠদান

অনলাইন এডিটর
August 19, 2020 2:31 pm
Link Copied!

ছবি: ইলিয়াস একাডেমির শিক্ষক রুপম দাশ।

 

তাপস হোম, বানিয়াচং : বৈশ্বিক মহামারিতে আক্রান্ত সারা বিশ্ব। বাংলাদেশেও থেমে নেই করোনা ভাইরাসের আগ্রাসন। ভিড-১৯ এর যাতাকলে পিষ্ট হয়ে বন্ধ আছে বাংলাদেশের শিক্ষা কার্যক্রম। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন করোনার সংক্রমণ কমবে, পুনরায় চালু হবে বিদ্যালয়গুলো।

এহেন পরিস্থিতিতে বানিয়াচঙ্গের ইলিয়াস একাডেমির সহকারী শিক্ষক রুপম চন্দ্র দাস শুরু থেকেই অনলাইনে শিক্ষার্থীদের মাঝে অব্যাহত রেখেছেন পাঠদান কর্মসূচী। যার সুফল পাচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বানিয়াচঙ্গের সকল শ্রেনী পেশার সচেতন নাগরিকবৃন্দ।

কয়েকজন অভিভাবক জানান, ব্যক্তি উদ্যোগে শিক্ষক রুপম চন্দ্র দাশের এমন প্রয়াস সত্যি অনুকরণীয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক রুপম চন্দ্র দাশ বলেন, শুরু হতেই আমি নিজ উদ্যোগে অনলাইনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছি, ফেইসবুকে এর রেসপন্সও পাচ্ছি খুব ভাল, আশা করি আমার এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।