বিশেষ প্রতিনিধি : মরণব্যাধি কারোনাভাইরাসে পুরো হবিগঞ্জ স্থবির। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হবিগঞ্জের মানুষ রয়েছে চরম ঝুঁকিতে। এ অবস্থায় অধিকাংশ জনপ্রতিনিধিদেরকে কাছে পাচ্ছে না হবিগঞ্জের জনগণ।অনেকেই এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে রয়েছেন। কৃষি নির্ভর এই জেলার দরিদ্র মানুষ চরম অর্থ সংকটে রয়েছেন। খাদ্যের অভাবে জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবারে নীরব কান্না চলছে। জনপ্রতিনিধি এবং সামাজের বিত্তবানরাও যেন তাদের কান্না শুনছেন না। ভোটের মাঠে সরব থাকলেও করোনায় মাঠে নেই শায়েস্তাগঞ্জ উপজেলার দুই ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার। এ নিয়ে দেখা দিয়েছে ধুম্রজাল। হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু জাহির যেখানে রাতদিন শহর গ্রামের অলিগলিতে ঘুরে ঘুরে অসহায় মানুষকে খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন, করোনা সচেতনতায় শুরু থেকে সক্রিয়ভাবে নিরলসভাবে মাঠে কাজ করছেন। সেখানে শায়েস্তাগঞ্জ উপজেলার এই দুই প্রতিনিধি ঘুমাচ্ছেন।

ছবি : শায়েস্তাগঞ্জ উপজেলার দুই ভাইস চেয়ারম্যানের ফাইল ছবি
প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত করে আওয়ামী রাজনীতিরসাথে সম্পৃত্ত দুই ভাইস চেয়ারম্যান চলে গেছেন হোম কোয়ারেন্টিনে। এই দুই জনপ্রতিনিধি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অথচ জনগণের সুখ-দুঃখে একসঙ্গে থাকা এবং কাজ করার অঙ্গীকার দিয়ে তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। তখন আরও নানা প্রতিশ্রুতি দিলেও ওসবের কোনো বাস্তবায়ন যেন নেই। তবে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল করোনা থেকে জনগণকে রক্ষা করতে প্রচার-প্রচারণায় রয়েছেন। অসহায়দের বাড়িতে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যও পৌঁছে দিচ্ছেন।
কিন্তু শায়েস্তাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান ও মহিলা ভাইস চেয়ারম্যান বাউল শিল্পী মুক্তা আক্তারকে মাঠে একবারেই দেখা যাচ্ছে না। মহামারী এ করোনা ইস্যুতে উপজেলার এই দুই ভাইস চেয়ারম্যানকে কাছে পাচ্ছেনা জনগণ। কর্মহীন মানুষদের খাদ্য সংকট উত্তরণে জনপ্রতিনিধিদের পাশাপাশি দলের নেতাকর্মীদের খোঁজ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এমন দুর্যোগের মুহূর্তে এই দুই ভাইস চেয়ারম্যানের উপস্থিতি ও পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন অনেকে। করোনাভাইরাসের কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে সাধারণ মানুষকে বুঝিয়ে ঘরবন্দি করে রাখতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিদের সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়। পরে ২৮ মার্চ অগ্রাধিকার ভিত্তিতে কর্মহীন মানুষদের খোঁজে সরকারি খাদ্য সহায়তা বিতরণের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সংসদ সদস্যদের সহযোগিতার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই এমপি আবু জাহির, জনপ্রতিনিধি, সেচ্চাসেবী সংগঠন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিত্তশালী ব্যক্তিরা ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। কিন্তু উপজেলার দুই ভাইস চেয়ারম্যান একটি খাদ্যের প্যাকেট কোথায় বিতরণ করেছেন এখনো চোখে পড়েনি। এমন নিরবতা নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর উত্তরণ কবে হবে এমন আশায় বুক বেঁধে আছেন কর্মহীন হয়ে পড়া জনগণ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, করোনা ভাইরাসের মহামারীতে রূপ নিচ্ছে দেশ। মানুষের এ দুর্দিনে উপজেলার ভাইস চেয়ারম্যান ইমরান ও মুক্তা এখন কোথায়? এ অঞ্চলের সর্ব সাধারণ মানুষ কোভিড-১৯’র সংক্রমণ আতঙ্ক,গুজব,খাদ্য সংকটে গৃহবন্দি দিন কাটছে। খাবারের সন্ধানে নিম্ন আয়ের মানুষগুলো যখন দিশেহারা দিনাতিপাত করছে, ঠিক তখনই নীরবতা পালন করছে এই দুই ভাইস চেয়ারম্যান। তাঁদের এ নীরবতা ফলে কস্ট করছে অনেক গৃহবন্দি মানুষ, প্রশ্নবিদ্ধ করছে দলীয় ভাবমূর্তীকে। কোনো কাজেই তাঁদের দেখা যাচ্ছে না। ফলে দেশের এই কঠিন দুর্যোগময় মুহূর্তে ঘরে বন্দি বেকার, দুঃস্থ, কর্মহীন, রিকশাচালক, পরিবহন শ্রমিক, দিনমজুর ও অসহায় মানুষরা হতাশায় ভূগছেন। তাঁদের পাশে দাঁড়ানো এখনই সময়। অনেকে প্রশ্ন রাখছেন করোনায় কোথায় আমাদের আদর্শের নেতৃবৃন্দ? এই দুঃসময়ে কেন আমাদের নেতৃবৃন্দকে দেখতে পাই না!
দু’একজন কর্মহীন ব্যাক্তি জানান, ভোটের মাঠে দুজনকে আমরা কাছে পেয়েছি কিন্তু এই মহা বিপদে কাউকেই কাছে পাচ্ছিনা। অতচ তারা ওয়াদা করেছিল বিপদে আপদে আমাদের পাশে থাকবে।
নাম প্রকাশ না করে ব্রাহ্মণডুরা ইউনিয়নের কয়েকজন বলেন, এই করোনা মহামারি কেন, নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবদি একজনও এসে আমাদের খোঁজ খবর নেয়নি। শুধু আমাদের এমপি সাহেব আসলেই তারা আসেন। স্টেইজে উঠে ছবি তুলে ফেইসবুকে দেন। এছাড়া কোনদিন আমরা তাদের এলাকায় দেখিনি। আবার আসবেন যখন ভোট আসবে তখন। ভাই সোনা ডেকে বলেবে, ভাই আমারে ভোটটা দিয়েন?
এব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেইন মুহাম্মদ আদিল জজ মিয়া বলেন, আমি যতটুকু জানি তারা দু’জন নিজ নিজ এলাকায় কাজ করেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাছাড়া জনপ্রতিনিধির বিষয়টা দলীয় সাংগঠনিক কোন কাজ না। যদি কেউ মাঠে না আসে এটা তার ব্যাক্তিগত বিষয়। তবে আমি ব্রাহ্মণডুরা ইউপির চেয়ারম্যান হিসেব প্রধানমন্ত্রীর নির্দেশে ও এমপি মহোদয়ের নির্দেশে এলাকায় কর্মহীন পরিবারের পাশে আছি এবং নিয়মিত চাল বিতরণ করেছি।’
এদিকে ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানকে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, আমি একজন ডায়াবেটিস রোগি বিধায় লোক সমাজে কম যাই। তাছাড়া আমরা ভাইস চেয়ারম্যানদের জন্য সরকার থেকে আলাদা কোন বরাদ্দ নেই। আমরা কিভাবে গিয়ে ৪৭ হাজার ভোটারের সামনে যাই। ইউপি চেয়ারম্যানরাও আমাদেরকে বিতরণ করার সময় বলে না। আমারও ইচ্ছে আছে এই মহামারিতে তাদের পাশে দাঁড়াই। তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু আজ মহা বিপদে তাদের পাশে নেই। কারণ আমরা কোন ত্রাণ পায়নি। উপজেলায় যা আসে তা প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। ভাইস চেয়ারম্যানদেরকে কোন কিছু দেয়া হচ্ছে না। তিনি দাবী জানান, কিছু ত্রাণ যদি ভাইস চেয়ারম্যানদেরকে দেয়া হয়, তাহলে আমরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।