এম এ রাজা ।। হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের জেলার প্রায় ৮ শতাধিক কেজি স্কুল শিক্ষক জীবিকার চাকা সচল রাখতে সরকারী সহায়তা চেয়েছেন। হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরাম এর পক্ষ হতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছে দেয়া এক স্মারকলিপিতে তারা এ সহায়তা চান।
স্মারকলিপিতে বলা হয়, জেলার ৪৪ টি কেজি স্কুল প্রায় ২০ বছর যাবত শিক্ষার উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখে আসছেন। প্রায় ৮ শত শিক্ষকের মাথপিছু মাসিক বেতন পাচ হাজার টাকার নীচে। তারা কেউ কেউ প্রাইভেট শিক্ষা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু করোনা সংকটের কারণে গত মার্চ মাস হয়ে তাদের উপার্জন বন্ধ। তাই তারা মানবেতর জীবন যাপন করছেন। স্মারকলিপিতে আরো বলা হয়, শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকা সচল রাখার জন্য বর্তমানে সরকারী সহায়তা ছাড়া বিকল্প কোন রাস্তা নেই। এ ব্যাপারে তার প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
স্মারকলিপি দেয়ার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মোহাম্মদ আব্দুজ জাহের, হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি এখলাছুর রহমান ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মো: আব্দুছ ছাত্তার, সদস্য মো: আফজাল আহমেদ সামি প্রমূখ।