মোঃ খায়রুল ইসলাম সাব্বির : করোনায় হবিগঞ্জ জেলায় আরো দু’জনের মৃত্যু এবং নতুন আক্রান্ত হয়েছেন ২২ জন। এনিয়ে জেলায় মোট মৃত্যু ১০ ও আক্রান্তের সংখ্যা হয়েছে ১ হাজার ৯১ জন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একজনের নাম আমিনুর রহমানের (৪৫) তার ব্লাড ক্যান্সার ছিল । ১৮ জুলাই তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদানের পর ২০ জুলাই মারা যান।
অন্যদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকার ফজলুল হক (৬০) ১৪ জুলাই নমুনা দিয়ে পরদিন মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার ৬ দিন পর তার করোনা পজিটিভ এসেছে।
এদিকে নতুন আরো ২২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এর মাঝে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ সহ ১০ জন, নবীগঞ্জ ৭ ও বাহুবল উপজেলার ৫ জন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে গত ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১ জন। এদের মধ্যে হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জসহ ৪৫৯, চুনারুঘাট ১৬৭, মাধবপুর ১৪৭, নবীগঞ্জ ১২৩, বাহুবল ৭৭, লাখাই ৩৯, বানিয়াচং ৪৪ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯৮ জন ও মারা গেছেন ১০ জন।