করোনায় থেমে নেই দক্ষ নারী উন্নয়ন প্রকল্পে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, বাড়ছে নারীর আত্ম কর্মসংস্থান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 21 August 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনায় থেমে নেই দক্ষ নারী উন্নয়ন প্রকল্পে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, বাড়ছে নারীর আত্ম কর্মসংস্থান

অনলাইন এডিটর
August 21, 2020 4:43 pm
Link Copied!

ছবি: নারী উন্নয়ন প্রকল্পে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ।

 

রুয়েল আহাম্মেদ রুবেল : করোনায় সবকিছু ঝিমিয়ে আছে, বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্তব্দ হয়ে আছে সব কিছু। এই সুযোগকে কাজে লাগিয়ে শাহেনশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট এর “দক্ষ নারী উন্নয়ন বিনা মূল্য সেলাই প্রশিক্ষন প্রকল্প” থেকে বিনা মূল্য সেলাই প্রশিক্ষন নিচ্ছে অনেক ছাত্রী এবং নারীরা। প্রশিক্ষণ নিয়ে আয় করছে অনেক টাকা। পাশাপাশি খুলছে প্রশিক্ষণের নতুন বেইজ।

প্রকল্পটা মুলত ধর্মীয় সংস্থার হলেও এটাতে ধর্ম নিরপেক্ষ ভাবেই সব ধর্মের মহিলাদেরকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

শুক্রবার (২১’আগষ্ট) একটি প্রশিক্ষণ সেন্টারে গেলে সেখানে দেখা গেল তারা ১৫ জন শিক্ষার্থীর খুবই আনন্দের সাথে শারীরিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ নিচ্ছে। তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন ২ জন শিক্ষক। সিনিয়র শিক্ষার্থীরদের মাঝে কয়েকজন দৈনিক আমার হবিগঞ্জে’কে জানান, আগে আমাদের পরিবারের মধ্যে বাবাই ছিল একমাত্র আয়ের উৎস। খুবই কষ্টে চালাতে হত আমাদের পরিবার। কিন্তু বিনামূল্য সেলই প্রশিক্ষন নিয়ে এখন আমরা আমাদের ঘরের কাপর ছাড়াও অন্যদের কাপর সেলাই করে টাকা উপার্জন করতে পাড়ি। এতে আমাদের বাবাকে কিছুটা সাহায্য করতে পারি। তবে এখন আমরা আগের তুলনায় অনেক ভাল আছি।

বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ প্রকল্পের মাধবপুর উপজেলা শাখার পরিচালক ও পরিদর্শক মোহা. কাজল মিয়া আমাদের বলেন, দক্ষ নারী উন্নয়ন বিনামূল্য সেলাই প্রশিক্ষন নিয়ে সাবলম্বী হয়েছেন অনেক নারীরা। করোনায় সব কিছু বন্ধ থাকলেও যেহেতু আমাদের প্রশিক্ষনটা বাড়ির মধ্যই তাই সামাজিক দুরত্ব বজায় রেখে প্রশিক্ষণ দিচ্ছি। এ পর্যন্ত প্রায় ৫০ জন হিন্দু এবং ৬০/৭০ জন মুসলমান মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান এটার ১০ টি সেন্টার থাকলেও আস্তে আস্তে সমস্ত উপজেলায় বিস্তার করা হবে। তিনি আরো বলেন করোনা শেষ হলেই আমরা অন্নান্য ইউনিয়নে এর বিজ্ঞপ্তি প্রকাশ করব।

তাদের সাথে কথা বলে আরো জানা গেল তারা প্রশিক্ষন শেষে তাদের প্রকল্প থেকে গরীব অসহায় মহিলাদের বিনা মূল্য সেলাই মেশিন এবং আর্থিক সহযোগীতাও করে থাকেন। তারা এই পর্যন্ত ১৫’টা মেশিন বিতরণ করেছে।