করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 May 2021
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

Link Copied!

এম.এ.রাজা।। হবিগঞ্জে করোনা ক্ষতিগ্রস্ত ১শত ৩০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬৫ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
 রবিবার(৯মে) দুপুরে জেলা প্রশাসন, হবিগঞ্জ ও উপজেলা প্রশাসন, হবিগঞ্জ সদর-এর যৌথ উদ্যোগে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিক ও অন্যান্য দুঃস্থ ভাসমান মানুষদের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

ছবি : মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তোলে দিচ্ছেন জেলা প্রশাসক ইশরাত জাহান

হবিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল- উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন, হবিগঞ্জ পৌরসভার বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহীদ উদ্দিন চৌধুরী, উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ সজীব আলী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।