করোনায় আক্রান্ত হয়ে শহরের বানিজ্যিক এলাকার একজনে মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 23 August 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত হয়ে শহরের বানিজ্যিক এলাকার একজনে মৃত্যু

অনলাইন এডিটর
August 23, 2020 3:45 am
Link Copied!

ছবি: মৃত সোরাব আলী।

 

মোঃ খায়রুল ইসলাম || হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সোরাব আলী (৬৭) নামে পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা মৃত্যু হয়েছে।

মৃত সোরাব আলী হবিগঞ্জ শহরের বানিজ্যিক এলাকার বাসিন্দা মৃত ছুরত আলীর ছেলে, তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে তিনি হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকর্তা ছিলেন।

শুক্রবার রাত ৯’টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের শেখ হাসিনা মেডিকেল কলেজ ভবনের করোনা আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সিভিল সার্জন বলেন, করোনা ছাড়াও সোহরাব আলী নামে ওই ব্যক্তির ডায়বেটিস, হার্ট ও প্রেসার জনিত সমস্যা ছিল। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন।

শনিবার (২২ আগস্ট) ওনার গ্রামের বাড়িতে সকাল ১১ টায় ইসলামি ফাউন্ডেশন কর্তৃক লাশ দাপন সম্পন্ন করা হয়।