করোনার রেড জোন হবিগঞ্জ : তবুও থেমে নেই যানবাহনের অবাধ চলাচল - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 April 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনার রেড জোন হবিগঞ্জ : তবুও থেমে নেই যানবাহনের অবাধ চলাচল

Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউক,শায়েস্তাগঞ্জ:   সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ শহর করোনা ভাইরাস ছড়ানোর রেডজোন হিসেবে চিহ্নিত হয়েছে। বেশ কিছুদিন ধরেই হবিগঞ্জ লকডাউন হিসেবে রয়েছে। হবিগঞ্জের বাহিরের লোকদের শহরে প্রবেশ করার একমাত্র মাধ্যম পণ্যবাহী গাড়িগুলো। সকল যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় মানুষ এখন ট্রাক, পিকাপ ভ্যানকে যাত্রীবহন গাড়ি হিসেবে ব্যবহার করছে। অবাধে চলাচল করছে যানবাহন।

ছবিরবিবার (২৬এপ্রিল) দুপুর ১২টায় মহাসড়কের অলিপুর থেকে তুলা

সরকার যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কঠোর কর্মসুচী ঘোষণা করছে, সেখানে কিছু শ্রেণীর অসাধু ভ্যান চালকরা কিছু পয়সা পাবার আশায় যাত্রী বহন করছে। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের পাশে গড়ে উঠা অনেকগুলো কোম্পানী তাদের প্রডাকশন চালু রাখায় মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন মালবাহী গাড়িতে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা যায় ঢাকা সিলেট মহাসড়কে সারাদিন ধরেই সুযোগ বুঝে বুঝে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবাধে মহিলাসহ যাত্রী বহন করছে বিভিন্ন পণ্যবহন করা গাড়িগুলো। এতে করে করোনা ভাইরাস ছড়ানোর আশংকা আরো বেড়েই যাচ্ছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ওসি মোজাম্মেল হোসেন বলেন, মহাসড়কের পয়েন্টে পয়েন্টে আমাদের চেকপোস্ট বসানো আছে, এবিষয়ে আরো কঠোর নজরদারী রাখা হবে এবং আইন অমান্যকারীদেরকে শাস্তির আওতায় আনা হবে।