তারেক হাবিব ॥ সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্কে বিশ্ব যখন উন্মাদ ঠিক তখন এক শ্রেণীর স্বার্থান্বেষী লোক গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। করোনার মহামারি নিয়ে বিভিন্ন উদ্ভব তথ্য প্রকাশ করে গত ২৬ মার্চ মধ্য রাতে জেলাব্যাপী মিছিল, সমাবেশসহ ও আতঙ্ক ছাড়ানোর অপরাধে চুনারুঘাট উপজেলার কয়েকজন নেতাকে খুঁজছে চুনারুঘাট থানা পুলিশ।

ছবিঃ মাঝ রাতে আম জনতার মিছিলের ছবির একাংশ।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, গুজব ছড়ানোর অপরাধে কয়েকজনকে সনাক্তের চেষ্টা চলছে। আশা করি তাদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, মধ্যরাতে করোনা মহামারি নিয়ে গুজব ছড়ানোর বিষয়ে ‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকায় গত ২৬ মার্চ রাতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করলে পুলিশ তৎপর হয়ে ব্যবস্থা গ্রহণ করে।