স্টাফ রিপোর্টার ॥ করোনার ভাইরাসের ফলে লকডাউনে ঘরে মানুষদের বাড়ি-বাড়ি গিয়ে সেবা দিতে চান শিশু রোগ অভিজ্ঞ চিকিৎসক ডাঃ সুদীপ তালুকদার।
গত ৩ এপ্রিল তার ব্যবহৃত ফেসবুক আইডির ওয়াল থেকে চিকিৎসা বঞ্চিত মানুষদের সেবা দিতে ইচ্ছা পোষণ করে লেখেন, ‘আদাব/নমস্কার, আমি ডাঃসুদীপ তালুকদার রনি (শিশু রোগ চিকিৎসক) অনিবার্য কারণ বশত: আমার চেম্বারে রোগী দেখার সময় কমানো হয়েছে। তাই আপনার শিশুর জরুরী প্রয়োজনে আমাকে ফোন দিয়ে পরামর্শ নিতে পারবেন। এক্ষেত্রে আপনার শিশুর ওজন ও বয়স উল্লেখ করতে হবে। প্রতিদিন দুপুর ০১ থেকে ২ টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬ থেকে ৭ টা পর্যন্ত। মোবাইল নাম্বার: ০১৭১০০৯৭৯৪৫, ০১৭২৫৫৮৪৩৮৪। আপনার শিশু ভালো থাকুক,সুস্থ থাকুক,নিরাপদে থাকুক’।
শিশু রোগ অভিজ্ঞ চিকিৎসক এমবিবিএস, ডিসিএইচ (ইকোর্স) সম্পন্ন করা এ ডাক্তারের এ মহানুবভতাকে অনেকই সাধুবাদ জানিয়েছেন।