তারেক হাবিব, প্রধান প্রতিবেদক॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সম্প্রতি বিশ্বের ন্যায় বাংলাদেশেও লক-ডাউনের ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
ঘরে বসে বসে দিন পার করছেন ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও চাকুরীজীবীরা। গত কয়েকদিনে হবিগঞ্জ শহরের এক প্রাণহীন চিত্রই লক্ষ্য করা গেছে। বিশেষ করে লন্ড্রি ও সেলুন ব্যবসায়ীদের দোকান বন্ধ থাকার বিপাকে পড়তে হচ্ছে তরুণ প্রজন্মদের। তবে কোন কোন সেলুন ব্যবসায়ীরা আবার কায়দা করে বাড়ির আঙ্গিনায়ই খুলে বসেছেন দোকান। এ যেন জীবনের শেষ মুহূর্তেও বেঁচে থাকার আকুতি।
‘দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকার ম্যাসেঞ্জারে এ রকমই কয়েকটি ছবি উঠে এসেছে।