ঢাকাThursday , 19 March 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাস প্রতিরোধে বানিয়াচংয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :  মহামারি রূপে সারাবিশ্বে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। ইতিমধ্যে এই প্রাণঘাতী ভাইরাসরে আক্রমণে বাংলাদশেে একজনের মৃত্যুর খবর পাওয়া গছে।দেশের অন্যান্য এলাকার ন্যায় হবিগঞ্জের বানয়িাচংয়েও নেয়া  হয়েছে র্সবোচ্চ সর্তকতা।


করোনাভাইরাসে আতংকতি না হ‌য়ে সবাইকে সচেতন হতে শুরু থেকেই বানয়িাচং উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থকেে আহবান জানানো হচ্ছে। বৃহস্পতিবার (১৯ র্মাচ) বলো ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদী মোহাম্মদ শাহ্‌ পরাণের নেতৃত্বে বানিয়াচংয়ের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হযেছে।

৪ নং দক্ষণি-পশ্চিম ইউনিয়ন পরিষদের গ্যানিংগঞ্জ বাজার এবং ৫/৬ নং বাজার এলাকায় এ লিফলেট বিতরণের সময় আরও উপস্থতি ছলিনে উপজলো নির্বাহী র্কমর্কতা মোঃ মামুন খন্দকার, সহকারি কমিশনার ভূমি মতিউর রহমান খান,৪ নং ইউনয়িন পরিষদের চেয়ারম্যান রেখাছ মিয়া, বাবুল চন্দ্র দেব, স্বাস্থ্য সহকারি শেখ আতাউর রহমান প্রমুখ।