ইমদাদুল হক মাসুম,বানিয়াচং- সারাবিশ্ব আজ করোনা নামক ভাইরাসের কাছে পরাস্ত। উন্নত বিশ্ব গুলোও আজ নিরুপায় হয়ে গুনছে মৃত্যুর সংখ্যা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সরকারকে ও নিতে হচ্ছে কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত। নেমে এসেছে এলাকাভিত্তিক কঠোর লকডাউন।
সিলেট বিভাগের হবিগঞ্জ ও এই রেড জোনের আওতায়। মানবজাতি কবে এই করোনা নামক বৈশ্বিক মহামারি থেকে মুক্তি পাবে সেই জবাব জানা নেই কারও! যার ফলে চরম হতাশা বিরাজ করছে বেকার যুবকদের মাঝে। বানিয়াচং এর সন্তান শহীদুল ইসলাম ইমনের সাথে কথা হলে তিনি নিজেও ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন বলে জানান। তিনি জানান আমার বয়স ত্রিশ এর কাছাকাছি।
আমি গণিতে স্নাতক শেষ করে চাকরির ও বিসিএস এর জন্য অনেক ভাল প্রস্তুতি নিয়েছে। আগামী বিসিএস এ ভাল একটা ফলাফলের আশা করছিলাম। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে আগামী বিবিএস পর্যন্ত আমার বয়স থাকবে কিনা সেই চিন্তা করছি। সরকারের উচিত আমাদের বয়সের ব্যাপারটা চিন্তা করা। গত বছর স্নাতক শেষ করা ইমদাদুল আহমেদ দৈনিক আমার হবিগন্জকে জানায়,এমনিতেই দেশে চাকুরী পাওয়া অনেক কঠিন।
বেকারত্বের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তার উপর এখন তো ঘরে বন্দী।পরিবার থেকেও অনেক চাপ কিছু করার জন্য। নিজের কাছেও অনেক ছোট লাগছে পরিবারকে সাপোর্ট করতে পারছি না বলে। লকডাউন না থাকলে হয়ত কোন একটা প্রাইভেট চাকরির ব্যবস্থা করে নিতাম। পাশাপাশি বিসিএস এর জন্য ও কোচিং করার প্রস্তুতি নিতাম। কিন্তু এখন তো ঘরে বসে জীবন কাটাতে হচ্ছে।
জীবন থেকে একটা দিন যাওয়া মানে অনেক কিছু। বেকারত্ব এক অভিশাপের নাম। চাকরি বা সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুনদের মাঝে হতাশা ক্রমেই বাড়ছে। কেউ চাকরি না পেলেই আমরা ভেবে নিচ্ছি তাদের যোগ্যতা নেই। ভাবখানা এমন,পৃথিবীতে যোগ্যতাই যেন চাকরি পাওয়ার একমাত্র মাধ্যম। যতদিন পর্যন্ত আমরা এই হীন মনমানসিকতা থেকে বাহির হয়ে না আসতে পারব ততদিন পর্যন্ত যুবকদের মাঝে এই হতাশা বিরাজ করবেই।