করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সাংসদ এড. আব্দুল মজিদ খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সাংসদ এড. আব্দুল মজিদ খান

Link Copied!

 

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলার ১৪ নং মরাদপুর ও ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

ছবি: ত্রাণ বিতরণকালে বক্তব্য রাখছেন সাংসদ এড.আব্দুল মজিদ খান

এসময় তিনি বলেন, দুর্যোগ-দুর্বিপাক মানুষকে কঠিন বাস্তবতার মুখোমুখি করে দেয়। তাই ঝড়-বৃষ্টি, বন্যাসহ প্রাকৃতিক সব ধরনের বিপর্যয়ের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকার সহ সর্ব শ্রেণি ও পেশার মানুষের অবশ্যকর্তব্য।

তিনি আরো বলেন, পানিবন্দি অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানো ও তাদের সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিধান। সমাজের বিত্তবানরা টাকাপয়সা, খাদ্য-বস্ত্র, পানীয় ও ওষুধ ইত্যাদি নিয়ে স্বতঃস্ফূর্ত বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার সময় এখনই। ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষ অর্ধাহারে-অনাহারে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছে। বন্যার্তদের কাছে একেকটি দিন যেন এখন দুর্বিষহ কষ্টের অনন্তকাল। বন্যার্ত অসহায়দের সেবায় সামর্থ্যবান প্রতিটি ব্যক্তির এগিয়ে আসা উচিত। তুলনামূলক বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার বিনিময়ে আল্লাহ তাআলা সর্বোচ্চ প্রতিদান দেবেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান, ফজলুর রহমান খান সহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রত্যেক বন্যার্ত পরিবারকে ১০ কেজি চাউল, ২ কেজি চিরা, ১ কেজি ডাল, ১কেজি তৈল, ১কেজি চিনি, আদা কেজি নডুস, বিতরণ করা হয়েছে।