এ আর আশফাক : মহামারি করোনাভাইরাস থেকে মানবজাতির মুক্তির কামনায় এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে।
রোটার্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর আয়োজনে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলির জামেয়া আমিরিয়া এতিম খানায় ২২ জুলাই এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ সহ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মানব জাতির মুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়।
এতে উপস্থিত ছিলেন সাংগঠনটির সেক্রেটারি আরমান হোসেন ইমন, ফিনান্স ডিরেক্টর আবিদুর রহমান রাকিব, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সাইফুল ইসলাম সহ প্রমূখ।