মনর উদ্দিন মনির, লাখাই : লাখাইয়ে ৫নং করাব ইউনিয়ন পরিষদের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬’শে আগস্ট) দুপুরে করাব ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাই’র সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ মুশফিউল আলম আজাদ। বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার ও শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, হাবিবুর রহমান আজনু, করাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কদ্দুছ ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিলসহ সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক সভায় উপস্থিত ছিলেন।