এদেশে লড়াই সংগ্রাম এবং ত্যাগের ঐতিহ্যবাহী নীতিনিষ্ঠ রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী হবিগঞ্জে পালিত হয়। বুধবার (৬ মার্চ) স্থানীয় আরডি হল মাঠে দু:শাসন হঠাও ব্যবস্থা বদলাও বিকল্প গড়, গণতন্ত্রহীনতা লোটাপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা সাম্প্রাজ্যবাদ রুখো, সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোড়দার কর এই শ্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে সকাল ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা ঘোষনা করা হয়।
বিকাল ৪টায় জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তীর পরিচালনায় আলোচনায় অংশ নেন স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতা যথাক্রমে সৈয়দ মোস্তাফিজুর রহমান, নুরূল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা উদীচীর সভাপতি বন্ধু মঙ্গল রায়, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রণব কুমার দেব, রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন নেতা পলাশ চৌধুরী, সিপিবি সহ সাধারণ সম্পাদক আজমান আহমেদ, ও রঞ্জন কুমার রায় প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শোষণ থেকে শ্রমজীবি মানুষের মুক্তি হয় নাই। দিন দিন শ্রমজীবি গরিব মানুষের দু:খ দুর্দশা বেড়ে চলেছে। এ থেকে পরিত্রাণ পেতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছাড়া অন্য কোন বিকল্প নেই। দেশে ভোট ও ভাতের অধিকার নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্থ। তাই সকল পেশার শ্রমজীবি মানুষ ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের লড়াই সংগ্রামে শামিল হওয়ার আহবান জানানো হয়।