"কবুতর পালন করে স্বাবলম্বী নবীগঞ্জের সুমন" - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 July 2020
আজকের সর্বশেষ সবখবর

“কবুতর পালন করে স্বাবলম্বী নবীগঞ্জের সুমন”

Link Copied!

               কবুতর পালনে নবীগঞ্জের সুমন



নবীগঞ্জ প্রতিনিধি : কবুতর পালন করে স্বাবলম্বী নবীগঞ্জের সুমন আহমেদ, প্রথমে তিনি শখের বশে এক জোড়া দিয়ে শুরু করলেও এখন তা পরিণত হয়েছে খামারে।
সুমন আহমেদ’কে দেখে এখন উপজেলার অন্যান্য গ্রামের শিক্ষিত বেকার যুবকরাও ঝুঁকছেন কবুতর পালনে।
নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের শিক্ষিত যুবক সুমন আহমেদ ১০ বছর আগে স্থানীয় হরিনগর বাজারে “টেসকো শপ” নামে একটি নিজের ব্যবসা শুরু করেন, ইতোমধ্যে এই ব্যবসার পাশাপাশি নিজের শখের বশেই বেছে নেন কবুতর পালন। শুরুতে এক জোড়া কবুতর থাকলেও এখন কয়েকশত কবুতর রয়েছে সুমন আহমেদের। যার মধ্যে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির কবুতর কাগজী, সিরাজি, লাহুরী, লক্কা, সার্টিন, ঘিয়া চুল্লী, সোয়া চন্দন, মুক্কী, সর্ট পিস, কালদম, জেকবিন, বোখরা, জিরা গলা, ডেনিশ, ম্যাকপাই, চুইনা, রেসার, কেপাচিনু ইত্যাদি।
আর এগুলো বিক্রি করেই বাড়তি আয় করছেন তিনি। শুধু নিজের গ্রামেই নয় উপজেলার অন্য গ্রামগুলোতেও যাচ্ছে এ খামারের কবুতর। সুমন আহমেদের এমন দিন বদল এখন অনুপ্রেরণা উপজেলার অন্য যুবকদের।
কবুতর পালনের বিষয়ে কথা হয় সুমনের সাথে। তিনি জানান, কবুতর একটি সুন্দর ও আকর্ষনীয় প্রাণী। বাংলাদেশের জলবায়ূ কবুতর পালনের দারুণ উপযোগি। কবুতর পালন করে ইতোমধ্যে অনেকেই স্বাবলম্বী হয়েছে। আমাদের দেশের বেকার সমস্যা সমাধানে কবুতর পালন বিশেষ ভূমিকা রাখতে পারে। আমি আমার নিজের ঘরের ছাদে কবুতর পালন করি। মোটকথা হলো, কবুতর পালনে তেমন কোনো ঝামেলাই নাই। তাই কবুতর পালন হতে পারে বেকার সমস্যা সমাধানে আয়ের একটি উৎস !
এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, তরুণরা এগিয়ে এলে কবুতর বাজার আরও বাড়বে। কমবে বেকার সমস্যাও। সুননসহ জেলার অন্য যুবকদের দাবি, সহজ শর্তে ঋণ ও সরকারি পৃষ্ঠোপোষকতা পেলে এ বাজার আরও বাড়বে।