হবিগঞ্জের কথিত দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যকে নিজের নামের সাথে ডাক্তার এবং ব্যবস্থাপত্রে বিডিএস ডিগ্রি লিখতে নিষেধ করেছেন হবিগঞ্জ এর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় “হবিগঞ্জে থেমে নেই কথিত দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যের অপচিকিৎসা” এই শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এরপর থেকেই জেলা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়।
বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকা সত্ত্বেও ঝরনা ডেন্টাল কেয়ার নামে একটি দন্ত চিকিৎসালয় খুলে নিজের নামের সাথে ডাঃ পদবি ব্যবহার করে দিনের পর দিন হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চিকিৎসা সেবার নামে রমরমা ব্যবসা করে যাচ্ছেন বিশ্বজিৎ আচার্য্য।
এনিয়ে সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিডিএস ডিগ্রীধারী ডাক্তাররা বিশ্বজিৎ আচার্য্যের এর খুটির জোর কোথায় এনিয়েও প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, এর আগেও ভুয়া দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্য অপচিকিৎসার দায়ে কারাভোগ করেছেন। কিছুদিন পর জেল থেকে বেরিয়ে এসে আবারো শহরের প্রাণকেন্দ্রে দাপটের সাথে চালিয়ে যাচ্ছেন তার অপচিকিৎসা ব্যবসা।
সিভিল সার্জনের নির্দেশনার বিষয়ে জানতে চেয়ে কথিত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্যের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার তো বিডিএস ডিগ্রি আছে কেন লিখবো না। আমি এখন গাড়িতে আছি রাত এগারোটার পরে কল দিয়েন বলে ফোন কেটে দেন।
একই বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ নুরুল হক জানান, বিশ্বজিৎ আচার্য্য কে ডেকে এনে তার কাগজপত্র যাচাই-বাছাই করে দেখেছি সে বিডিএস ডিগ্রিধারী কোন চিকিৎসক নয়। তার ডাক্তার লেখার কোন যোগ্যতা নাই। তাই তাকে ডাক্তার এবং বিডিএস ডিগ্রি ব্যবহার করতে নিষেধ করেছি।