ওয়েভ ফাউন্ডেশনের জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক একেএম আব্দুল্লাহ ভূঁইয়াসহ হবিগঞ্জের জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেছেন।
গত মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার গুলশানের সিক্স সিজনস হোটেলে ‘সামাজিক সুরক্ষা কর্মসূচি : প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার’ শীর্ষক এ মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা যুব উন্নয়ন অফিসের উপপরিচালক ছাড়াও যারা হবিগঞ্জ থেকে অংশগ্রহণ করেন তারা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়) জোটের সিলেট বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি এবং এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়) জোটের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ইমদাদুল হোসেন খান, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান ও এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড/কাউকে বাদ দিয়ে নয়) জোটের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতালিব তালুকদার দুলাল, বানিয়াচং উপজেলার সন্তান ও ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলার সন্তান ও ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর মোতাব্বির হোসেন।
ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) জাকিয়া আফরোজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আনোয়ার হোসেন ও ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন।
মতবিনিময় সভায় সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন করেন গবেষক আহমেদ বোরহান। স্বাগত বক্তব্য রাখবেন ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক কানিজ ফাতেমা। মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন খানসহ দেশের বিভিন্ন এলাকার এডভোকেসি নেটওয়ার্ক কমিটি ও এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড) জোটের নেতৃবৃন্দ এবং এনজিও কর্মকর্তাবৃন্দ।