শায়েস্তাগঞ্জে ভূয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি বিক্রির অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 October 2021

শায়েস্তাগঞ্জে ভূয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি বিক্রির অভিযোগ

Link Copied!

মুহিন শিপনঃ  শায়েস্তাগঞ্জের ওলিপুরে ভূয়া ওয়ারিশান সনদ ব্যবহার করে জমি বিক্রির অভিযোগ উঠেছে মামাতো ভাইবোনদের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এর প্রতিকার চেয়ে নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দারস্থ হয়েছেন।
ভুক্তভোগীরা জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই মৌজার ২২ দাগের ১ শ ১৬ শতক জমির এসএ খতিয়ান মুলে মালিক হোসনা ভানু বিবি। হোসনা ভানু বিবি মারা যাওয়ার সময় ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। সেই অনুযায়ী তার রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকার হন তার সন্তান আছকির মিয়া, আবর চাঁন, সুরুজ চাঁন বিবি ও খোদেজা বানু । সম্প্রতি আছকির মিয়ার ছেলে-মেয়েরা তাদের ফুফুদের না জানিয়ে সম্পুর্ন জমি বিক্রি করে দিয়েছেন প্রাণ আরএফএল কোম্পানির কাছে। শনিবার সকালে সেই জমিতে লাল পতাকা টাঙিয়ে নিজেদের দখল বজায় রাখার চেষ্টা করে ভুক্তভোগীরা।

ছবি : ওলিপুরে ভূয়া ওয়ারিশান সনদ দিয়ে জমি বিক্রির অভিযোগ উঠেছে

অভিযোগ কারী খোদেজা বানু বলেন, আমাদেরকে না জানিয়ে আমার ভাইয়ের সন্তানরা জমি বিক্রি করে দিয়েছে। আমরা এই জমির দখল ছাড়বোনা।
এ বিষয়ে আছকির মিয়ার ছেলে আব্দুল আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাবা থাকাকালীন সময়ে তার ফুফুরা তাদের অংশ নিয়ে গেছেন। বর্তমানে তাদের কোন অংশ নাই।
একই বিষয়ে নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া বলেন, আমি জানি ভুক্তভোগীরা এন্দাদ উল্ল্যাহ ও হোসনা ভানু’র ওয়ারিশান এবং তারা এই জমির অংশীদার।
অংশীদারদের বাদ দিয়ে কিভাবে আছকির মিয়ার ছেলে-মেয়েরা জমি বিক্রি করেছে তা আমি জানিনা। আমি শুধু আছকির মিয়ার ওয়ারিশান সনদ দিয়েছি, এই সনদ দিয়ে কিভাবে হোসনা ভানুর জমি বিক্রি করেছে তা আমার বোধগম্য নয়।

শায়েস্তাগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়