অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ান নেশন অর্গানাইজেশন ইউকের উদ্যোগে ২’শত অসহায় পরিবারের মধ্যে ১০কেজি চাল ২ লিটার তেল ২ কেজি পেঁয়াজ ২ কেজি আলু ২ কেজি ডাল ১টি সাবান সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তা পেয়ে আনন্দিত অসহায় মানুষ। মঙ্গলবার (৩১আগস্ট) দুপুরে এই সহায়তা প্রদান করা হয়।

ছবি :খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যসহ অতিথিগণ
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, কুর্শি ইউনিয়ন চেয়ারম্যান আলী আহমদ মুসা, ইউরোপীয় এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান তছনু , দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি অঞ্জন রায়। তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এসময় বক্তারা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের অবদান যাতে অব্যাহত থাকে সে আহ্বান জ্ঞাপন করেন বক্তারা। অসহায় দরিদ্র খাদ্য সহায়তা পেয়ে আনন্দিত হয়ে প্রবাসীদের জন্য দোয়া মোনাজাত করেন।