ঐতিহ্যবাহী রিচি মেহেরাবাদ দরবার শরীফের পীর সৈয়দ বাবরু মিয়া আর নেই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 17 August 2020
আজকের সর্বশেষ সবখবর

ঐতিহ্যবাহী রিচি মেহেরাবাদ দরবার শরীফের পীর সৈয়দ বাবরু মিয়া আর নেই

অনলাইন এডিটর
August 17, 2020 10:11 pm
Link Copied!

ছবি: রিচি শাহী ঈদগায়ে সৈয়দ শামসু উদ্দিন ইমরান (পাগলা মিয়া) সাহেবের ইমামতিতে জানাজায় অংশ নেন হাজারো বক্ত মুরিদান সহ অসখ্য গুনগাহি।

 

শফিকুল ইসলাম, হবিগঞ্জ সদর : হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ ২নং রিচি ইউনিয়নের ঐতিহ্যবাহী রিচি সাহেব বাড়ির পীর সৈয়দ শামসু উদ্দিন ইমরান (পাগলা মিয়া) সাহেবের পিতা সৈয়দ সুফী উদ্দিন (বাবরু মিয়া) সাহেব গত কাল ভোর ৫ টায় হবিগঞ্জ একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুত্যুর সময় ওনার বয়স ছিল অনুমান একশত পনের বছর। ওনার মৃত্যুতে রিচি ততা অএ এলাকা সহ মুরিদানের মধ্য শোকের মাথম নেমেছে। গতকাল বিকাল ৫ ঘটিকায় রিচি শাহী ঈদগায়ে সৈয়দ শামসু উদ্দিন ইমরান (পাগলা মিয়া) সাহেবের ইমামতিতে জানাজায় অংশ নেন হাজারো বক্ত মুরিদান সহ অসখ্য গুনগাহি।

এতে উপস্থিত হয়ে বক্তব্যে রাখেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট আবু জাহির সহ বিশিষ্ট ব্যাক্তি ও রিচি পঞ্চায়েত কমিটি মুরুব্বি, মুরিদান। সকলেই তার পরিবারের পতি সমবেদনা জানান, এবং তার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মুত্যুর সময় তার ছেলে মেয়ে নাতি নাতনী বক্ত মুরিদান রয়েছেন।অনেকই সৈয়দ বাবরু মিয়া পীর সাহেবের জানাজায় অংশ নিয়ে নিজেকে ধন্য মনে করছেন।