ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বানিয়াচংয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 March 2021

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বানিয়াচংয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ

Link Copied!

তাপস হোম  :  ইউনেস্কোর মেমোরি অব দা ওয়ার্ল্ড রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চ এর ভাষন,বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি লাভ করায়,ইহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বানিয়াচংয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৭ মার্চ) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবনের হলরুমে এই আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি : আলোচনা সভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। পাশে অন্যান্য অতিথিবৃন্দ

এর আগে সকাল ৯ টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার জনগন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

ছবি : আলোচনা সভায় উপস্থিত ছিলেন সরকারী-বেসরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার ভুমি ইফফাত আরা জামান উর্মি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার,সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন, পিআইও মলয় কুমার দাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ খালেক মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।আওয়ামীলীগের বিভিন্ন অংগ-সংগঠন ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দফতরের প্রধান,শিক্ষকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বানিয়াচং সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়