প্রেস বিঞ্জপ্তি…
গত (০৩ জুলাই) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় “এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ছাদ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি ও নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের প্রেরিত বক্তব্যে তিনি বলেন, নবীগঞ্জের ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাল্লা, জগন্নাথপুরের এসএনপি উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে এই সংক্রান্ত সংবাদের একটি অংশে প্রধান শিক্ষক রবীন্দ্র নারায়ণ উকিলের বক্তব্যে বলা হয়েছে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না, এবং ম্যানেজিং কমিটির বিকুল চন্দ্র দাশ এবং ইন্দ্রজিত মহালদার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগের দায়িত্বে আছেন, উনারা বলতে পারবেন ভাল, একথা বলে এরিয়ে যায় বিষয়টি। এবং ম্যানেজিং কমিটির সদস্য বিকুল চন্দ্র দাশ প্রতিবাদ কারীদের কোন বক্তব্য শুনতে রাজী হন নাই। উনি কাজ বন্ধ রাখতে পারবেন না বলে জানান।
প্রেরিত বার্তায় প্রতিবেদনে ভ্রান্ত তথ্য পরিবেশন ও ভুল উপস্থাপনা করা হয়েছে বলেও দাবি করা হয়। অারো উল্লেখ করেন, আমরা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি থেকে ভবন তৈরির তদারকির জন্য এমন কোন দ্বায়িত্ব কাউকে দেইনি। এই ভবন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের। এব্যপারটি দেখার দ্বায়িত্ব তাদের। তবে এই ব্যাপারে অভিযোগ দিলে উপজেলা প্রশাসনের থেকে আমি দেখতে পারি। এই ছাঁদ ঢালাইয়ের অনিয়মের সাথে কোনভাবে স্কুল পরিচালনা কমিটির সদস্য বিকুল চন্দ্র দাশসহ কমিটির কেউই কোনভাবে জড়িত নয়। তাই আমি পরিচালনা কমিটি সদস্যকে জড়িয়ে প্রকাশিত সংবাদের অংশের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।