আগামী ১৯ জুন থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এর পূর্বে ১৫ জুন অনুষ্ঠিত হবে ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনের কারণে যেনো পরীক্ষার্থীদের লেখাপড়ার কোনো ক্ষতি না হয় সেজন্য প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা মাইকিং বন্ধ রাখতে একমত পোষণ করেছেন।
এছাড়া মিছিল, শোডাউনসহ কোনো প্রকার আচরণ বিধি লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মঙ্গলবার (৩১ মে) উপজেলা পরিষদ হলরুমে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তারা এ প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ও ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপি’র চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেখাছ মিয়া, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন, শেখ মোয়াজ্জেম হোসেন, ইত্তেহাদ হোসেন মুবিন প্রমূখ।
সভায় ইউএনওসহ প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ সকল চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার প্রার্থীদেরকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলাসহ আইন-শৃঙ্খলা রক্ষার আহবান জানান। অন্যতায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারী উচ্চারণ করেন।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার মধ্যে প্রথম এই ইউপি’র নির্বাচন ইভিএম-এ অনুষ্ঠিত হবে।