এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ছাদ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 3 July 2020
আজকের সর্বশেষ সবখবর

এসএনপি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ছাদ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ

Link Copied!

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জের ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাল্লা, জগন্নাথপুরের এসএনপি উচ্চ বিদ্যালয়ের ছাদ ঢালাইয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিও ও ছবিতে দেখা গেছে বৃষ্টির মধ্যেই ধাপে ধাপে ছাদ ঢালাই করা হচ্ছে। বৃষ্টির পানিতে সিমেন্ট ভেসে যাওয়াতে কংক্রিট দেখা যাচ্ছে। অনুজ রাজ (২য় পাতায় দেখুন) নামক একজন তার ফেইসবুকে ভিডিওটি শেয়ার করে স্থানীয় এমপি দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী ও ইউএনও নবীগঞ্জ’কে ট্যাগ করে তাঁদের সুদৃষ্টি কামনা করেন।

ফেইসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো… ‘বৃষ্টির মধ্যে ছাঁদ ঢালাই কতটা যুক্তিসঙ্গত আমি বুঝতে পারলামনা। বাট এলাকার দুয়েক জনকে ইঞ্জিনিয়ার খুশি করে তাদের মনগড়া কাজ করে যাচ্ছে। স্কুল অ্যান্ড কলেজের কার্যকরী কমিটি কি করেন বা কিসের তদারকি করেন তা আমাদের বোধগম্য নয়।
যেখানে ছাঁদ ঢালাই করতে হয় একদিনে বা ঝড় বৃষ্টি ছাড়া, আর এখানে তারা তার বিপরীত। ঝড় বৃষ্টিতে দিচ্ছে ঢালাই এক ঢালাই কয়েক দিনে, বুঝতে পারলামনা ক্যামনে কি? নাকি, এমন দুইনম্বরি কাজে সবারই সম্মতিসূচক বার্তা আছে নাকি?, প্রশ্ন থেকেই যায়…? মাননীয় এমপি শাহ নেওয়াজ মিলাদ গাজী মহোদয় ও ইউএনও হবিগঞ্জ মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের প্রতিবাদের মুখে নির্মাণ নির্মাণ শ্রমিকগণ কাজ বন্ধ রাখেন। কিন্তু পরবর্তীতে ম্যানেজিং কমিটির এক সদস্যের নির্দেশে পুনরায় ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়।
প্রতিষ্ঠানটির প্রধান রবীন্দ্র নারায়ণ উকিল, প্রতিবাদ কারীদের জানান তিনি এই ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। ম্যানেজিং কমিটির বিকুল চন্দ্র দাশ এবং ইন্দ্রজিত মহালদার ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগের দায়িত্বে আছেন, উনারা বলতে পারবেন ভাল বলে এরিয়ে যায় বিষয়টি।
কিন্তু ম্যানেজিং কমিটির সদস্য বিকুল চন্দ্র দাশ প্রতিবাদ কারীদের কোন বক্তব্য শুনতে রাজী হন নাই। উনি কাজ বন্ধ রাখতে পারবেন না বলে জানান। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত মহালদার ও কাজ বন্ধ করানো তরুনদের চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এ বিষয়ে রুহি কনস্ট্রাকশনের ঠিকাদার রাজীর খান ও সহকারী ঠিকাদার শহীদের সাথে কথা বলতে মোবাইল ফোন করা হলে তারা কল রিসিভ করেনি। ঠিকাদার রাজীর খানের ভাই আলী হুসাইন জানান, ঢালাই কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ঢালাই করার কেরাং ছিড়ে পড়ে একটা দূর্ঘটনা ঘটে কিনতু অল্পের জন্যে বেশকিছু শ্রমিক বেঁচে যায়। সেই জন্য ওইদিন ঢালাই কাজ বন্ধ রাখা হয়। কিন্তু বৃষ্টির মধ্যে ঢালাই কাজ করা হয়েছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, ওইদিন কোন বৃষ্টিই হয়নি। সে সময়ে প্রকৌশলী কর্মকর্তা শুভব্রত বাবু উপস্থিত ছিলেন।
প্রকৌশলী কর্মকর্তা শুভব্রত বাবু জানান, আমি ঢালাই কাজের সময় উপস্থিত ছিলাম ভাগ্যিস দূর্ঘটনায় কেউ আহত হয়নি। তবে হালকা বৃষ্টি ছিলো এটা সত্য। কিন্তু এ ধরনের বৃষ্টিতে পলিথিন দিয়ে ঢেকে কাজ চালিয়ে নেয়া যায়।
আলোচনার যাবতীয় অডিও রেকর্ড দৈনিক আমার হবিগঞ্জের হাতে এসে পৌঁছেছে। সেখানে নির্মাণ শ্রমিকদের মুখে কাজ করতে চাঁদা প্রদানের আলোচনাও স্থান পেয়েছে।

আ হ/প