তাপস হোম ।। এশিয়ান টিভির বানিয়াচং প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আনোয়ার হোসেন’র রোগমুক্তি কামনায় মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জীপষ্ঠ্যান্ড মদিনা মসজিদের ইমাম মুফতি শামায়ুন কবির।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আংগুর মিয়া, সিনিয়র সাংবাদিক ইমদাদুল হোসেন খান, দেওয়ান শোয়েব রাজা, ফরহাদ হোসেন সুমন, শেখ জোবায়ের জসিম, জীবন আহমদ লিটন, তাপস হোম, শেখ শফিকুল ইসলাম, আশিকুল ইসলাম, আক্তার আল হাদী, আজমল হোসেন খান, আল আমিন খান, মোক্তাদির হাসান সেবুল, বদরুল লস্কর, প্রবাসী আজিজুর রহমান, প্রেসক্লাব অফিস সহায়ক সোহেল মিয়া।
দোয়া মাহফিলে এশিয়ান টিভির বানিয়াচং প্রতিনিধি অসুস্থ আনোয়ারের জন্য বিশেষভাবে দোয়া করার পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।