এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ ডিসেম্বর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 11 December 2022

এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ ডিসেম্বর

Link Copied!

বানিয়াচংয়ে ঐত্যিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান লোকনাথ রমন বিহারী (এল আর ) সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৩১ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পষিদের সভাপতি নূরুল ইসলাম ইয়ার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালেক ইজাজের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বিশ্বাস,উপদেষ্টা সদস্য ও উক্ত বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান।

ছবি : প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ব্যবহার করার জন্য গেঞ্জি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক গবেষক ও অবসরপ্রাপ্ত উপ-সচিব ড.শেখ ফজলে এলাহী বাচ্চু, স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ ডা: জমির আলী ও হবিগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস ।

ইতিমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি,আপ্যায়ন, অভ্যর্থনা,অর্থ ও সাজসজ্জা কমিটি গঠন করা হয়েছে। এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আরজু মিয়াকে প্রস্তুতি কমিটির আহবায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ছবি : প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াতনামা

কেক কাটা ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হবেন অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের ইতিহাস,ঐতিহ্য নিয়ে প্রকাশ করা হবে ম্যাগাজিন (স্যুভেনির)।

বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দৈনিক আমার হবিগঞ্জ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়