এলাকার চাহিদা মিটিয়ে মাধবপুরের মৃৎশিল্প সরবারাহ হচ্ছে সাড়া দেশে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

এলাকার চাহিদা মিটিয়ে মাধবপুরের মৃৎশিল্প সরবারাহ হচ্ছে সাড়া দেশে

অনলাইন এডিটর
August 22, 2020 7:40 pm
Link Copied!

ছবি: মাধবপুরের মৃৎশিল্প।

 

ইয়াছিন তন্ময় : মাধবপুরে মৃৎশিল্পের জন্য বহুল পরিচিত এলাকার নাম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারাইনপুর গ্রামের কুমার পাড়া। এখান থেকে উপজেলার মানুষের চাহিদা মিটিয়ে এই মৃৎশিল্প সরবারাহ হচ্ছে দেশের সব এলাকায়।

নারাইনপুর কুমার পাড়ার পাশদিয়ে যাওয়ার সময় কাঁচা মাটির সোঁদা গন্ধ নাকে লেগেই থাকে। শৈল্পিক মন আর কল্পনা শক্তি দিয়ে শিল্পির হাতের নিপুন কারুকার্যে তৈরি হয় এই সব জিনিস পত্র। সাংসারিক জীবনের তৈজস, হাড়ি, পাতিল, শৈল্পিক মুর্তি, সহ আরো কত কি। শহরাঞ্চলে শোরুমে দেখা যায় এ মাটির পণ্য। ধনবানরা ঘর সাজাতে এসব কেনেন।

সরজমিনে গিয়ে জানা যায়, মাটি সংকটের কারণেই বর্তমানে মাথা তুলতে পারছেনা এই মৃৎশিল্প।মাটির তৈরী সাংসারিক জীবনের তৈজস হাড়ি, পাতিল দেশের নানান প্রান্তে সরবারাহের সময়।

নোয়াপাড়া সাহেব বাড়ি বাস ষ্টেশন এ জয় নামে এক মৃৎশিল্পির সাথে আমার হবিগঞ্জের কথা হলে তিনি বলেন, আমার পূর্বপুরুষরাও এ শিল্পের সাথে জড়িত ছিলেন। তাই আমরা ও আছি। এখন এখন প্লাস্টিকের তৈরি জিনিস বাজারে পাওয়া যায় বলে মাটির তৈরী জিনিসের চাহিদা অনেক কমে গেছে। তার পড়েও আমরা চেষ্টা করছি আমাদের তৈরী মৃৎশিল্প সাড়া দেশে মানুষের কাছে পৌছে দিতে। তবে সরকারের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে আমরা দেশের চাদিহা মিটিয়ে বিদেশেও এই মৃৎশিল্প কে রপ্তানি করতে সক্ষম হব|।