মাহফুজুর রহমান সোহাগ : হবিগঞ্জ শহরের হায়দার আলী জেনারেল হাসপাতালের থেরাপি বিশেষজ্ঞ আব্দুর রহমানের বিরুদ্ধে এমবিবিএস ডিগ্রি ছাড়াই নামের সাথে ডাক্তার পদবী ব্যবহার করে মোটা অংকের ফি নিয়ে রোগী দেখছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সরেজমিনে রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী জেনারেল হাসপাতালে গিয়ে প্রথমে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান আনিসের সাথে সাক্ষাতের জন্য তার অবস্থান জানতে চাইলে তিনি হাসপাতালে উপস্থিত নেই বলে জানান রিসিপশনের দায়িত্বরত কর্মীরা। এ সময় তার ব্যক্তিগত মোবাইল নাম্বার চাইলে নাম্বার নেই বলে এড়িয়ে যান ওই কর্মীরা। পরে কাউন্টারের পাশে থাকা এক কর্মীর কাছে থেরাপি বিশেষজ্ঞ আব্দুর রহমানের উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি চেম্বারেই উপস্থিত রয়েছেন জানার পর দীর্ঘক্ষণ অপেক্ষার পর তার সহকারী আব্দুর রহমানের সাথে দেখা করতে বলে চলে যায়। প্রবেশ করে দেখা যায় চেম্বার তো নয় যেন এক প্রদর্শনী কেন্দ্র।
এ সময় উপস্থিত থেরাপি বিশেষজ্ঞ আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ‘তার জায়গায় থেকে তিনি ডাক্তার পদবী ব্যবহার করছেন। এতে অন্যায়ের কি আছে। তিনি তো আর ডিগ্রি ব্যবহার করছেনা’। কিন্তু আপনি তো বিএমডিসি’র ২০১০এর সংশোধিত আইনের ২৯(১) ধারা অমান্য ও লঙ্ঘন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি চেম্বারে ঝুলিয়ে রাখা একাধিক সনদ ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগ্রহীত সম্মাননা সনদে তাকে ডাক্তার হিসেবে উল্লেখ করেই সম্মাননা জানিয়েছে বলে দেখালেও এমবিবিএস-এর কোন সনদ তিনি দেখাতে পারেননি। এক পর্যায়ে তিনি জানান যে, প্রতিষ্ঠানটি এমপি আবু জাহিরের ভাগ্নে ও নিকট আত্মীয়ের।
আর তিনি যে একজন ডাক্তার সেটা জেলার সিভিল সার্জন ও অবগত রয়েছেন। এ ব্যাপারে সিভিল সার্জনের সাথে যোগাযোগ করলে তিনি জানান বিএমডিসি’র সংশোধিত আইনের ২৯(১)-এর ধারা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ব্যতীত ডাক্তার পদবী ব্যবহার করা দন্ডনীয় অপরাধ। এটা যদি কেউ করে থাকে তাহলে সে অবশ্যই আইন অমান্যকারী। আর একজন থেরাপি বিশেষজ্ঞ তো অবশ্যই তা ব্যবহার করতে পারেন না।
উল্লেখ্য, শহরের রাজনগর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা হায়দার আলী মেডিকেল হাসপাতালে এমবিবিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবী ব্যবহার করে ৬শ’ টাকা ফি নিয়ে বীরদর্পে রোগী দেখছেন থেরাপি বিশেষজ্ঞ আব্দুর রহমান। এমন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তের বক্তব্য ও তথ্য সংগ্রহ করে নিয়ে আসার পর ওই সংবাদকর্মীর মোবাইল ফোনে চাঁদাবাজি মামলার হুমকি দিয়ে দেখে নেয়ার চ্যালেঞ্জ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা আনিছুর রহমান আনিস।