স্টাফ রিপোর্টার : ১ কোটি ৫০লাখ টাকা ব্যয়ে বানিয়াচং বড়বাজারের শহীদ মিনারের সামন থেকে নতুন বাজার পর্যন্ত রাস্তা মেরামতের কাজের জন্য টেন্ডার আহবান করা হয়েছে। অন্যদিকে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর বাজার হতে নাগুড়া রাস্তায় আতুকুড়া গ্রামের নিকট ৪৫ মিটার ব্রিজ নির্মাণ কাজের টেন্ডারও হয়েছে।
যার ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৫ লাখ টাকা। এই রাস্তার ও ব্রিজের কাজ হওয়ায় উপজেলাবাসী হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। অচিরেই এসব কাজের টেন্ডার সমাপ্ত হয়ে কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন।

উল্লেখ্য, আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির হাত ধরে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এর দৃশ্যপট অনেক পাল্টে গেছে। রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, স্যানিটেশন, স্কুল -কলেজ এমপিওভূক্তিকরণ ও আধুনিক ভবন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নতিকরণ, ফায়ার স্টেশন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চোখে পরার মতো।
আর তাছাড়া তিনি সংসদ চলাকালীন সময় ছাড়া সবসময় নির্বাচনী আসনে সময় দেন। এর মধ্যে সামাজিক অনুষ্ঠান ছাড়াও প্রশাসনিক, দলীয় সভা এবং পঞ্চায়েত ব্যবস্থাপনাকে শক্তিশালী করণ এবং জনমানুষের সুখ-দু:খে পাশে থেকে কাজ করে যাচ্ছেন এমপি মজিদ খান।