এমপি আবু জাহিরের নির্দেশে সাংবাদিক তারেক হাবিবের উপর সন্ত্রাসী হামলা ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 September 2020
আজকের সর্বশেষ সবখবর

এমপি আবু জাহিরের নির্দেশে সাংবাদিক তারেক হাবিবের উপর সন্ত্রাসী হামলা !

Link Copied!

 

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিরের নির্দেশে হবিগঞ্জ থেকে প্রকাশিত বহুল পাঠক প্রিয় পত্রিকা ‘দৈনিক আমার হবিগঞ্জ’ এর প্রধান প্রতিবেদক তারেক হাবিবের উপর হামলা চালিয়েছে এমদাদুুল ইসলাম সুহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী ।

 

ছবি : হাসপাতালের বেডে গুরুতর আহত দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক তারেক হাবিব।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) দুুপুর দুইটায় হবিগঞ্জ সদর থানা সংলগ্ন শনির আখড়ার সামনে সুহেলের নেতৃত্বে হামলা চালায় তারা। জানা যায়,সাংবাদিক তারেক হাবিব পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে যাওয়ার জন্য রওয়ানা হলে উল্লিখিত স্থানে পৌছা মাত্রই আগ থেকে উৎ পেতে থাকা সুহেল,শাওনসহ আরো কয়েক দুর্বৃত্ত তার উপর রড দিয়ে হামলা চালায়। হামলায় তারেক হাবিব গুরুতর আহত হন। পরে আশেপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

 

ছবি : সাংবাদিক তারেক হাবিবকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

 

এই বিষয়ে সাংবাদিক তারেক হাবিবের সাথে কথা হলে তিনি জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই  সুহেলের নেতৃত্বে মুখোশ পড়া একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায়।

হামলার সময় তারা এমপি আবু জাহিরের নাম নিয়েছে। তারা বলেছে এমপি আবু জাহিরের নামে নিউজ করার মজা দেখ। একপর্যায়ে আমার সাথে থাকা এন্ড্রয়েড স্মার্টফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সুহেলের নেতৃত্বে সন্ত্রাসীরা। তবে সংবাদ সংক্রান্ত জেরে এই হামলা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক তারেক হাবিব।