এমপি'র ব্যক্তিগত সহকারী সেই সুদীপ দাসের নামে আরো ‘‘দুর্নীতির অভিযোগ’’! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 July 2020
আজকের সর্বশেষ সবখবর

এমপি’র ব্যক্তিগত সহকারী সেই সুদীপ দাসের নামে আরো ‘‘দুর্নীতির অভিযোগ’’!

Link Copied!

বিশেষ প্রতিনিধি : ‘‘মৎস্য অফিসে এমপি’র ব্যক্তিগত সহকারী সুদীপ দাসের বদলী বানিজ্যের তথ্য ফাঁস’’ ও ‘‘পাহাড় সমান দুর্নীতির অভিযোগ সুদীপ দাসের বিরুদ্ধে’’ এই শিরোনামে পরপর দুইটি সংবাদ প্রকাশের পরপর দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় আরো বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ, তথ্য-প্রমাণ জমা পড়েছে। শুধু তাই নয় ভূক্তভোগি কেউ কেউ পত্রিকা অফিসে এসে ভিডিও ইন্টারভিউ ও দিয়ে গেছেন। প্রধান অভিযোগগুলোর মধ্যে সুদীপ দাসের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ ও বদলী বানিজ্য অন্যতম। অনেকেই জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের চাকুরীর জন্য তাকে টাকা দিয়েছিলেন, কারো কারো চাকুরি হয়েছে; কারো হয়নি। অনেকেই চাকুরী না হওয়ার পর টাকা ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে প্রাথমিক বিদ্যালয়ের বদলীর তদবীরের জন্য টাকা লেনদেনের। প্রাথমিক বিদ্যালয়ের বদলীর নিয়ন্ত্রণ অফিসগুলোতে ও খোঁজ নিয়ে জানা গেছে, নানা সময়ে সুদীপ দাস নানা ধরণের তদবীর নিয়ে এসেছেন এবং বেশ কয়েকটি ডিও এর কপিও আমাদের সংগ্রহে এসেছে।

হবিগঞ্জের বানিয়াঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুরায় হিমু এন্ড তিথি এন্টারপ্রাইজ নামে ডাচ বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং নেয়া হয়েছে। উক্ত ব্যবস্থায় সুদীপ দাসের মালিকানা আছে মর্মে জানা গেছে।

হবিগঞ্জের একটি ব্যাংকে ৪০ লাখ টাকার এফডিআর আছে মর্মেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। ডাচ বাংলা ব্যাংকে এই এফডিআর আছে মর্মে আমাদের সূত্র নিশ্চিত করেছেন। অন্য একজনের সাথে পার্টনারশিপে সুদীপ দাস একটি ব্যাংকের “এজেন্ট ব্যাংকিং” ব্যবসায় ও সংযুক্ত আছেন মর্মে অভিযোগ এসেছে।

হবিগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সুদীপ দাস নামে বেনামে বেশ কয়েকটি জায়গা কিনেছেন। দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা অফিসে এরকম জমি কেনার রেজিস্ট্রি দলিলের কপিও সংরক্ষিত আছে। তাছাড়া শহরের পিটিআই স্কুলের আশে পাশে একটি জমি ক্রয় করার অভিযোগ ও আমাদের কাছে এসেছে।

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের জনৈক সাংগঠনিক সম্পাদকের বড় বোনের কাছ থেকে সুদীপ দাস বেশ বড় পরিমানের অনৈতিক আর্থিক সুবিধা নিয়েছেন মর্মে আমাদের কাছে তথ্য ও প্রমান এসেছে। তাছাড়া হবিগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে সুদীপ দাসের শেয়ার আছে বলেও জানা গেছে। উল্লেখিত অভিযোগগুলোর বিষয়ে সুদীপ দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আপনারাতো যা বলবেন তাই সত্য, আপনারাতো ভুতুড়ে নিউজ করেন! এসব শোনার কি দরকার? “দৈনিক আমার হবিগঞ্জ” এর কাছে প্রমান আছে বললে, তখন তিনি বলেন এই অভিযোগ মিথ্যে! প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক বদলির জন্য এমপি মহোদয়ের ডিও লেটার নিয়ে তদবির করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ওগুলোতো এমপি মহোদয়ের অনুমতি ছাড়া হয়না। ডিও লেটারতো আমি দিতে পারিনা। এগুলো এমপি মহোদয় নিজেই করেন। আপনাদের কাছে যা ভাল লাগে তাই লিখেন।

 

আ হ/প