মন্তব্য প্রতিবেদন : বেশ কয়েক যুগ ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মতো একটি আইন বাংলাদেশে প্রণিত হোক এটি সচতেন মহলের কাছে খুবই প্রত্যাশিত ছিল। অবশেষে একটি বিল পাশ হলো ২০১৮ সালে। এটি কেন প্রত্যাশিত ছিল তা বলা বাহুল্য। অপসাংবাদিকতার মাধ্যমে অনেক অনভিপ্রেত ঘটনা আমরা বহুবার প্রত্যাশা করেছি। মাওলানা সাঈদীকে চাঁদে দেখানো নিয়ে বেশ কিছু তাজাপ্রানের মৃত্যু, হেফাজতে ইসলাম কতৃক শাপলা চত্তরে অবস্থান এবং সেখান থেকে আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করার পর জ্যান্ত মানুষদের শরীরে, জামা কাপড়ে লাল রঙ মাখিয়ে মৃত দেখিয়ে নানান অপপ্রচার দেশ এবং বিদেশে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম গুলোতে সয়লাব করে প্রকাশ করা হয়েছিল যা সরকার তথা দেশের ভাবমুর্তিকে বিনষ্ট করার নিন্দনীয় প্রচেষ্টা বলে আখ্যায়িত করা হয়েছিলো।
এসব ঘটনাকে প্রত্যক্ষ করার পর বাংলাদেশে এমন অপকীর্তির যেন পুনরাবৃত্তি না হয় কিংবা হলে তা আইনের মাধ্যমে নিয়ন্ত্রন করা হয় সে উদ্দেশ্যে একটি আইন প্রণীত হোক এটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু কালক্রমে আমরা কি প্রত্যক্ষ করছি? আমরা দেখছি উপরোক্ত আইনটির অপব্যবহার এবং অপপ্রয়োগ হচ্ছে যত্রতত্র এবং সেটি হচ্ছে সরকারী দলের লোক, অসৎ প্রশাসন এবং সরকারী কর্মচারীদের প্রত্যক্ষ সহযোগীতায়।
হ্যাঁ এমনটিই হয়েছিলো ১৯৭৪ ইং তে প্রণীত ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ এর ক্ষেত্রেও। তদানীন্তন সরকারের আমলে সারা দেশব্যাপি দূর্নীতির মহোৎসব যখন জনমনকে বিষিয়ে তুলেছিলো, বঙ্গবন্ধুর সুস্পষ্ট নির্দেশের পরও যখন ঐসব দূর্ণীতিবাজরা দমতে চাইনি, স্বাধীনতার পর অনেকের কাছে অবৈধ অস্ত্র থাকার কারনে ডাকাতি, রাহাজানীকে দমন করা যাচ্ছিল না তখনই ‘বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪’ প্রবর্ত্তন করা হয়েছিলো। কিন্তু বাস্তবে কি হয়েছিলো তা সবাই জানেন। সেই আইনটিকে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে তখনকার সরকার বিরুধী রাজনৈতিক দল গুলোর চলমান গণতান্ত্রিক আন্দোলন তথা আইনের শাসন প্রতিষ্ঠা কল্পে ন্যায় সংগত গণআন্দোলনকে দমন করার কাজে ব্যবহার করা শুরু করলো। আইনটির মূল উদ্দেশ্যকে আড়াল করে তার অপপ্রয়োগের মাধ্যমে একটি কালো আইনে পরিনত করা হয়েছিলো। ফলে ঐ কালো আইনটিকে পরবর্ত্তি সময়ে সকল স্বৈরাচার সরকার গুলো রদ না করে কিংবা সঠিকভাবে প্রয়োগ না করে বরং বিরুধী রাজনীতিকে দমন করার কাজেই ব্যবহার করে আসছে।
‘তথ্য ও যোগাযোগ প্রযক্তি আইন ২০১৮’ এর বিল সংসদে পাশ হবার পর পরই বাংলাদেশের সাংবাদিক সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। সাংবাদিকদের আপত্তির মুখে উক্ত আইনের ৫৭ ধারাকে কিছুটা পরিমার্জিত করা হলেও থেকে যায় এর চেয়েও আরো অসহনীয় এবং গণবিরুধী ৩২ নাম্বার ধারাটি। ঐ ধারাতে অনুসন্ধানী সংবাদ প্রচারের উপর বিধি নিশেধ জারী করা হয়েছে। আমি মনে করি, ৩২ নং ধারার মাধ্যমে আজকের ডিজিট্যাল যুগে সংঘটিত সকল সংশ্লিষ্ট অপরাধ দমনের ক্ষেত্রে সমস্থ্য আইনটিকেই অকার্য্যকর, সন্দেহজনক এবং অবাঞ্চিত আইনে পরিনত করা হয়েছে। যে কোন অপরাধের তথ্য উদ্ধারের ক্ষেত্রে অনুসন্ধান একটি প্রধান পদ্ধতি যা শুধু আইন প্রয়োগকারী সংস্থার হাতে ছেড়ে দিলে আমাদের দেশের ক্ষেত্রে তার সুফলের চেয়ে কুফলটাই বেশি পাবার সম্ভাবনা। সাম্প্রতিক সময়ে সংঘটিত বহুল প্রচারিত বালিশ দুর্নীতি, অফিস দুর্নীতি, সরকারী বরাদ্ধ দুর্নীতি, অনুদান দুর্নীতি, রাজনৈতিক প্রভাব দ্বারা সৃষ্ট দুর্নীতির মতো শত শত সংবেদনশীল, চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য দুর্নীতিকে জনসমক্ষে তুলে ধরতে আইন প্রয়োগকারী সংস্থ্যা কিংবা কোন প্রশাসন তেমন কিছুই করেনি যা দেশের সচেতন সাংবাদিক মহল শত শত বাধা বিপত্তিকে মাথায় নিয়ে সাহসিকতার সংগে করে যাচ্ছে।
পরিশেষে, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এবং সুশান্ত দাস গুপ্ত সরকারী দল এবং সরকারের ছত্রছায়ায় অবস্থান নেয়া কিছু চিহ্নিত দুর্নীতিবাজের নির্মমতার শিকার হয়েছেন। বাংলাদেশ সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী সমীপে সবিনয় আবেদন, অপসাংবাদিকতা দমনের নাম নিয়ে যদি কোন ব্যক্তি, ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান দেশের আইনকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে সাংবাদিকদেরকে অন্যায়ভাবে হেনস্থা করে তাহলে গণরোষ সরকারের দিকেই আঙ্গুল তুলবে। সুতরাং সরকারী প্রভাব খাটিয়ে যারা এহেন অপকর্মগুলো সম্পাদন করছে ওদেরকে আগে দমন করুন। সরকার এবং দেশ উভয়ের স্বার্থে ওদেরকে দমন করা অপরিহার্য্য। সাথে সাথে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এবং সুশান্ত দাস গুপ্তকে অবিলম্বে মুক্তি দেয়ার জোর দাবী জানাচ্ছি।
লেখক
মজিবুল হক মনি
লন্ডন প্রবাসী