এবার পাহাড় বেয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান করলেন বাহুবলের ইউএনও - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 25 July 2020
আজকের সর্বশেষ সবখবর

এবার পাহাড় বেয়ে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান করলেন বাহুবলের ইউএনও

Link Copied!

আবেদ আলী : হবিগঞ্জের বাহুবলে মুড়াগাও নামক স্থানে বালু অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান চালানো হয়েছে।

এ সময় পাহাড় বেয়ে আধা কিলোমিটার হেটে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার পাহাড়ি এলাকায় একটি ছড়ায় অভিযান করেন।

এসময় ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের জন্য বসানো মেশিন জব্দ, পাইপ ধ্বংস ও বালু জব্দ করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার পুটিজুরি ইউনিয়নের নোয়াঐ গ্রামে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৌকায় চড়ে ত্রান বিতরন করেন।

 

ছবি: অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল ফোনে জানান, সরকারী দায়িত্ব ও কর্তব্য হিসাবে তিনি অসহায় মানুষের পাশে যাচ্ছেন। অবৈধ বালু উত্তোলনের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।