এম এ রাজা : করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে লকডাউন দেশের সব কিছুই প্রায় স্থবির। বাংলাদেশের চলছে বৈশাখী ধান উঠানোর মৌসুম কিন্তু এই ভরা মৌসুমেও কৃষকদের মাথায় হাত। কারণ লক ডাউনের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় হবিগঞ্জ জেলা সিএনজি চালকরা পাশে দাঁড়ালেন কৃষকদের।। প্রচার-প্রচারণার বাইরে থেকে, গত ১মে থেকে হবিগঞ্জের বিভিন্ন হাওরে কৃষকদের ধান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন।
রোববার (১০মে) সরজমিনে গিয়ে দেখা যায়,সাধুর বাজার তেলিয়া কাল সংলগ্ন হাওরে মোহাম্মদ জহুর মেম্বারের প্রায় আড়াই একর জমি কেটে দিচ্ছেন ২০-২৫ জনের একদল সিএনজি চালকরা। শ্রমিক নেতা শামীম আহমেদ স্বপন আমার হবিগঞ্জ প্রতিনিধি কে বলেন। সারাদেশে যখন লকডাউন চলছে সিএনজি চালকেররা ও বর্তমানে বেকার এমন পরিস্থিতিতে দেশে চলছে ধান কাটার মৌসুম কিন্তু কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছেন না এমন পরিস্থিতিতে সিএনজি চালকেরা ঘরে বসে থাকতে পারেননি।
তারা চলে এসেছেন কৃষকদের পাশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত ১ মে থেকে ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছেন কৃষকদের। ইতিপূর্বে মিরপুর ও পইলের হওরে প্রায় ৪০ জনের মত একদল সিএনজি চালক নিয়মিত দান কেটে দিচ্ছেন। এতে সার্বিক সহযোগিতা করছেন উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা সিএনজি শ্রমিক- মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম। উত্ত ধান কাটা কর্মসূচি পরিচালনা করছেন হবিগঞ্জ জেলা ১৩১৯ এর সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জুয়েল।