বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জে এবার এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বুধবার (১৩মে) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে, পাড়ায়-মহল্লায়, মাদ্রাসায় এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। তিনি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সাংসদ মরহুম শরীফ উদ্দিন আহমদের পুত্র।

ছবি : এবার অতিমদের পাশে দাঁড়িয়েছেন আ’লীগ নেতা রুয়েল
তিনি বলেন, অনেকদিন ধরে ভাবছিলাম এতিম বাচ্চাদের নিয়ে। তারা কেমন আছে,কোথায় আছে? খোঁজ নিয়ে জানলাম তারা কেউ আছে এতিমখানায়,কেউ আছে মাদ্রাসায়, আবার যাদের মাদ্রাসা বন্ধ তারা আছে কারো আশ্রয়ে। আজ হবিগঞ্জ সদর উপজেলায় খুঁজে খুঁজে এমন এতিম বাচ্চাদের ও যেসব এতিম বাচ্চা অন্যের আশ্রয়ে আছে তাদের ঈদ বাজার উপহার দেই।
তিনি আরও বলেন, এই মহামারীর সময় আমরা যার যার সাধ্য অনুযায়ী যেন মানুষের পাশে দাড়াই, একে অন্যকে সাহায্য করি।
তাছাড়া এই করোনাকালে সবসময় এতিম শিশুদের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।