এডভোকেট জেয়াদ-আল মালুমের মৃত্যুতে আইসিএসএফের শোকবার্তা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 28 June 2021

এডভোকেট জেয়াদ-আল মালুমের মৃত্যুতে আইসিএসএফের শোকবার্তা

Link Copied!

বিজ্ঞপ্তি :  গত ২৬ জুন ২০২১, শ‌নিবার, রাত ১১টা ৫০ মি‌নি‌টে এডভোকেট জেয়াদ-আল মালুম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা, ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)-এর সদস্যরা, তাঁর এই অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত।

ছবি : অ্যাডভোকেট জেয়াদ-আল মালুম এর ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম থেকে এডভোকেট মালুম ছিলেন এর অটল স্তম্ভ, অতন্দ্র প্রহরী। সকল বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি নির্ভয়ে তাঁর দায়িত্ব পালন করে গেছেন। ১৯৭১-এ সংঘটিত অপরাধসমূহের দায়মুক্তি অবসানের বিষয়ে তাঁর অবিচল সংকল্প এবং বিচার প্রক্রিয়ায় তাঁর অগাধ আস্থা আমাদের ম‌তো অনেককেই অনুপ্রাণিত করেছে। এই প্রকৃত দেশপ্রেমিক ও কম‌রে‌ডের প্রয়া‌ণে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।

এডভোকেট জেয়াদ-আল মালুম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। স্বীকৃতি বা খ্যাতির জন্য নয়, বরং ইতিহাস ও জাতির প্রতি কর্তব্যবোধ থেকেই অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য নীর‌বে নিরলসভা‌বে কাজ করে গেছেন তি‌নি । আমরা মনে করি, এই জাতির কো‌নো সন্তান যদি সকল রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তবে তি‌নি এডভোকেট জেয়াদ-আল মালুম। আমাদের ম‌তো তাঁর সাথে কাজ করার সুযোগ যাঁদেরই হয়েছে, তাঁরা এই কথা একবা‌ক্যে সমর্থন করবেন।

এই দেশ ও জাতির প্রতি এডভোকেট জেয়াদ-আল মালুমের অবদানের উপর আইসিএসএফ শীঘ্রই একটি আলোচনা সভা আয়োজন করবে।

প্রেস রিলিজ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়