অধ্যাপক মোঃ আব্দুল হাই সাহেবের মৃত্যুতে এড: আব্দুল মজিদ খান এমপি'র শোক প্রকাশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 July 2020
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক মোঃ আব্দুল হাই সাহেবের মৃত্যুতে এড: আব্দুল মজিদ খান এমপি’র শোক প্রকাশ

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি : মহামান্য রাষ্ট্রপতি’র ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল হাই সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান মহোদয়।

এক শোকবার্তায় এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি মহোদয় বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট মোঃ আব্দুল হামিদ মহোদয়’র সহকারী একান্ত সচিব হিসেবে উনার কাছে থেকে সততা ও দক্ষতার সাথে আব্দুল হাই সাহেব মানুষের কল্যাণে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি মুক্তিযুদ্ধা আব্দুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন। দেশ স্বাধীনের জন্য তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন ভাল মানুষ হারালো।

 

                        ছবি: মৃত: বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আব্দুল হাই

 

এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি মহোদয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোঃ আব্দুল হাই সাহেব সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ১.০০ ঘটিকার সময় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার মৃত্যুতে দেশ ও জাতি একজন ভাল মানুষ হারালো।

মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আল্লাহ তা’আলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন এই প্রার্থনা করি আমিন।