স্টাফ রির্পোটার : এ টু আই – এসপায়ার টু ইনোভেট কর্তৃক হবিগঞ্জ জেলা আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ বদরুজ্জামান। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। দেশের সর্ববৃহৎ ওয়েব পোর্টাল শিক্ষক বাতায়নের তিনি একজন সক্রিয় সদস্য।
বিভিন্ন শর্তাবলী পূরণ এবং শিক্ষায় আইসিটির প্রয়োগ ও প্রসারে নিবেদিতপ্রাণ শিক্ষকগণকে শিক্ষক বাতায়নের মাধ্যমে এটুআই কর্তৃপক্ষ অ্যাম্বাসেডর নির্বাচিত করে। অ্যাম্বাসেডরবৃন্দ শিক্ষায় আইসিটির প্রয়োগ ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। মোহাম্মদ বদরুজ্জামান শিক্ষকতার পাশাপাশি দৈনিক আমার হবিগঞ্জে সমসাময়িক বিষয় নিয়ে রিপোর্ট লিখেন।