এখনো উদ্ধার হয়নি বৃদ্ধা জাকিরা হত্যাকান্ডের মোটিভ ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 7 February 2021
আজকের সর্বশেষ সবখবর

এখনো উদ্ধার হয়নি বৃদ্ধা জাকিরা হত্যাকান্ডের মোটিভ !

Link Copied!

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : বানিয়াচংয়ে ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জাকিরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় এখন পর্যন্তও হত্যার কোনো মোটিভ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে দ্রুতই এই লোমহর্ষক হত্যাকান্ডের রহস্য উদ্ধার করতে সক্ষম হব। পুলিশ ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থার লোক মাঠে কাজ করে যাচ্ছেন। বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম।

 

 

ছবি : বানিয়াচংয়ে দৃর্বৃত্তদের হাতে নিহত জাকিরা খাতুনের ফাইল ছবি

 

 

তিনি আরো জানিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে কোনো কিছু বলা যাচ্ছেনা। এদিকে হত্যাকান্ডের রহস্য উন্মোচনে সরেজমিনে তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ইন্সপেক্টর মোক্তাদিরের নেতৃত্বে একটি দল ।

 

উল্লেখ্য, গত শুক্রবার (৫ফেব্রুয়ারি) রাত আটটায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চৌধুরীপাড়া মহল্লার মৃত আবদুল হান্নান ঠাকুরের স্ত্রী বৃদ্ধা জাকিরা খাতুনকে ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।